Friday, January 9, 2009

যুদ্ধাপরাধীদের বিচারের আগে, পরে এবং কিছু কথা...


যারা ৭১ এর স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল, তাদের বিচার আমাদের কাম্য। আমরা যেমন চাই, তেমনি মুক্তিযোদ্ধারাও চান-যুদ্ধাপরাধীদের বিচার হোক। যদিও এ বিচার কার্য পরিচালনা করা বর্তমান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রতিটি প্রকৃত মুক্তিযোদ্ধাকে এগিয়ে আসতে হবে। যদি বিচারকার্য পরিচালনায় স্বাক্ষী হিসেবে মুক্তিযোদ্ধাদের বিচারকের সম্মুখে দাঁড়াতে হয়, সে মুহূর্তে মুক্তিযোদ্ধারা যেন তাঁদের স্বাক্ষ্য প্রদানে স্বচ্ছ থাকেন। যুদ্ধাপরাধীদের দ্বারা যে সকল পরিবার অপূরণীয় ক্ষতির সম্মূখীন হয়েছেন, তাঁদেরও এগিয়ে আসতে হবে, প্রকৃত সত্যকে প্রকাশ করতে হবে। স্বজনপ্রীতির কোন নজির আমরা দেখতে চাই না। যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পূর্ণ করলেই যে সব কিছুর সমাধান হবে, তা নয়। যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মুক্তিযোদ্ধা হয়েছিল কিন্তু লুটপাটে ব্যস্ত ছিল তাদেরও বিচারের সম্মূখীন করা উচিত। যারা রাজাকার হিসেবে চিহ্নিত ছিল, পরবর্তী সময়ে রাজনৈতিক ছত্রছায়ায় থেকেছে, তাদেরও বিচার করতে হবে। যারা/ যে সকল মুক্তিযোদ্ধা/ ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য বিতর্কীত মুক্তিযোদ্ধা তৈরি করেছেন, তাদের বিচার আমরা দেখতে চাই। কারণ তাদের জন্যই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্কের চাদরে আবৃত। তাদের জন্যই বিপক্ষ শক্তি বিতর্ক জন্ম দেবার সাহস পেয়েছে।

যাদের বিচারের সম্মুখীন করা আবশ্যকঃ
০১. যারা চিহ্নিত যুদ্ধাপরাধী
০২. যুদ্ধাপরাধীর তালিকায় নাম নেই, কিন্তু রাজাকার
০৩. ৭১ এ মুক্তিযোদ্ধা পরিচয়ে যারা লুটপাটে সক্রিয় ছিল (কারণ তাদের দ্বারা এদেশের মানুষই ক্ষতিগ্রস্থ হয়েছিল)
০৪. স্বাধীনতা পরবর্তী সময়ে যারা স্বার্থসিদ্ধির জন্য বিতর্কীত মুক্তিযোদ্ধার জন্ম দিয়েছে
০৫. স্বাধীনতা পরবর্তী সময়ে যে সকল মুক্তিযোদ্ধা অন্য মুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযোদ্ধা লিস্ট থেকে বাদ দিতে প্রভাবিত করেছে
০৬. পঙ্গু / অসহায়/ অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ অনুদানের টাকা যে সব মুক্তিযোদ্ধারা আত্মসাৎ করেছে
০৭. যে সকল মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধী জেনেও তাদের পক্ষ নিয়েছে

যাদের বিচার আমাদের কাম্য নয়ঃ
০১. যারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য এবং গ্রামের মানুষদের বাঁচানোর জন্য বাধ্য হয়ে রাজাকারের খাতায় নাম লিপিবদ্ধ করেছিল

এ প্রজন্মের আমরা যা চাইঃ
আমরা চাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করা হোক। চাই সকল প্রকৃত মুক্তিযোদ্ধারা নিজেদের শুধরে নিয়ে এক পতাকা তলে অবস্থান করুন। যে সকল রাজনৈতিক দলে যুদ্ধাপরাধী আছে, তাদের বহিষ্কার করা হোক। বিচার কার্য পরিচালনায় প্রতিটি প্রকৃত মুক্তিযোদ্ধা সত্যকে প্রকাশ করুক।

0 comments:

About This Blog

About This Blog

  © amazing-soft.net 2008

Back to TOP